নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৮ পৃষ্ঠার (২৬৬৪ শব্দের) এ খোলা চিঠি সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে ডা. জাফরুল্লাহ লিখেছেন- ‘প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি’।
চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে ঈদের দিন খালেদা জিয়ার বাসভবনে তাকে দেখতে যাওয়া অনুরোধ করেছেন।
লিখেছেন- ‘ঈদের দিন সময় করে সুস্বাস্থ্য কামনা করতে খালেদা জিয়ার বাসস্থানে যান, এতে দেশবাসী খুশি হবে এবং বঙ্গবন্ধু হেসে বলবেন, ভালো করেছিস, মা’।
চিঠির শুরুতে তিনি লিখেছেন- অতীতে আপনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে এ খোলা চিঠি লিখছি। আশা করি, প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ না কেউ আমার এই খোলা চিঠিটি আপনার নজরে আনবেন এবং আমি একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবো। প্রিয় প্রধানমন্ত্রীর কাছে এটাই একজন নাগরিকের আকাঙ্ক্ষা।
হাসপাতালে কিছু বিষয় জানিয়ে তিনি লিখেছেন, রোগীরা হাসপাতালে ভর্তির জন্য কোনো দেশে তাদের প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন লাগে না। কোভিড-১৯ আক্রান্তই হোক অথবা মুক্ত ভর্তির সিদ্ধান্ত দেন ওই হাসপাতালের পরিচালক।
হাসপাতাল অনুমোদিত না হওয়ার কারণগুলো সম্পর্কে তিনি লিখেছেন। তাতে বলেছেন, বাংলাদেশের অধিকাংশ বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই, এমনকি গণস্বাস্থ্য নগর হাসপাতালের, গণ ডায়ালাইসিস সেন্টারেরও নেই।
নিজেকে ‘বোকা মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে লিখেছেন, প্রধানমন্ত্রীর কাছে একজন বোকা মুক্তিযোদ্ধার কামনা, দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি কঠিন পরিশ্রম করেছেন, কিন্তু লক্ষ্য থেকে ক্রমে দূরে সরে
যাচ্ছেন, সঙ্গে বাড়ছে আপনার একাকীত্ব ও নিঃস্বঙ্গতা। দেশের এ কঠিন সময়ে আপনার নিজ দলের পুরোনো সহকর্মী এবং অন্য সব রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। তাদের নিশ্চিত করতে হবে সুশাসনের লক্ষে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন। কোনো চালাকির নির্বাচন নয়, দিনের নির্বাচন রাতে নয়। হয়তোবা সফলতা আপনার জন্য অপেক্ষায় রয়েছে।
আগামী মাসে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত (Central Aircondition) ও কেন্দ্রীয় অক্সিজেন সুবিধাসহ সাধারণ ওয়ার্ড (covID-19 General Word) চালু করবে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীদের সবমিলিয়ে দৈনিক খরচ পড়বে তিন হাজার টাকার কম।
‘আপনি কি এ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সুবিধাজনক সময়ে জেনারেল ওয়ার্ডের উদ্বোধন করবেন?’
‘সুস্থ থাকুন, গোয়েন্দাদের থেকে সাবধানে থাকুন।’- এই পরামর্শও দিয়েছেন তিনি।