কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে ডাকাত দল। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ডাকাতরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা, সরকারি বরাদ্দকৃত একটি অফিসিয়াল ট্যাব ও দুটি মোবাইলফোন লুটে নেয়। এ ঘটনায় চান্দিনা থানায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়।
আহত উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান জানান, তিনি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সরকারি বাসভবনে ঘুমিয়ে পড়েন। বুধবার রাত অনুমান সাড়ে ১১টার সময় ৫-৬ জনের ডাকাত দল তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে রুম থেকে বের হয়ে তিনি আত্মরক্ষা করেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে ১৮টি সেলাই করেছেন। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।