আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মন্ত্রিপরিষদের সাবেক মুখ সচিব ইয়োশিহিদে সুগা। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন ৭১ বছর বয়সী এই রাজনীতিক
এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। আবের ঘনিষ্ঠ সহযোগী সুগা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার পূর্বসূরির নীতিমালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত মাসে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা আবে আজ বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘আট বছর ক্ষমতায় থেকে যা অর্জন করেছেন, তাতে গর্বিত তিনি।
বৈঠকের পর পর নিম্নকক্ষ ডায়েটে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে সহজে জিতে যান সুগা। ৪৬২ ভোটের মধ্যে ৩১৪টি গেছে তার পক্ষে। ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট আনুষ্ঠানিকভাবে সুগাকে মন্ত্রিপরিষদের প্রধানের দায়িত্বে অনুমোদন দেবেন।