সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের অপরাধে চার সন্ত্রাসীকে

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩১ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা নুর ইসলাম (২৪) ও রবিউল শেখ (২২) নামের দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের অপরাধে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার কর হয়। এ সময় পুলিশ ওই দুই পর্যটককে উদ্ধার করে তদন্তকেন্দ্রে নিয়ে আসে।

গ্রেফতার হওয়া অপহরণকারীরা হলেন-সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।

বৌলতলী তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেন, শনিবার বিকালে টুঙ্গিপাড়ার পারকাহনিয়া থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা দুই যুবক পর্যটককে একদল সন্ত্রাসী অপহরণ করে করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের লোকজনের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দ্রুত না আসায় তাদের ব্যাপক মারধর করা হয়। সংবাদ পেয়ে আমরা অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে রাত ১০টার দিকে ৪ জনকে গ্রেফতার এবং অপহৃত পর্যটকদের উদ্ধার করি। এ সময় অপহরণকারী দলের নেতা মান্না সরদারসহ আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com