নিজস্ব প্রতিবেদক: উত্তরখান হযরত শাহ্ কবির রহঃ মাজার ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে স্বাস্থ্য বিভাগ অঞ্চল -৮ কর্তৃক আয়োজিত ডেঙ্গু সচেতনতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আঞ্চলিক কর্মকর্তা আবেদ আলী।
তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের উদ্যেশে বলেন ” ৩ দিনে এক দিন জমানো পানি ফেলে দিন ” এই শ্লোগানকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।তিনি আরো বলেন,ডেঙ্গু ও চিকনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর,যার বাহক এডিস মশা।
এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাহিরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অনান্য স্থানে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। এ মশা নিধনে আমাদেরকে সচেতন হতে হবে। এ সময় উপস্হিত ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ মোল্লা বলেন আমরা সকাল ৭ টা থেকে ওয়ার্ড বাসির কল্যাণে কাজ করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা পেলে এই বর্ষায় আমরা ডেঙ্গু মশা নিধনে আরও বেশি কাজ করতে পারবো।
৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন তার ওয়ার্ডে বসবাসরত সকল নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরখান এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ ও সংরক্ষিত নারী কাউন্সিল সেলিনা উপস্থিত ছিলেন।