রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চিলির বিপক্ষে প্যারাগুয়ের টানা তৃতীয় জয়

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৬১ বার পঠিত
Paraguay's Alejandro Romero Gamarrra (L), Junior Alonso (L) and Richard Sanchez celebrate one of the team's goals against Bolivia during their Conmebol Copa America 2021 football tournament group phase match at the Olympic Stadium in Goiania, Brazil, on June 14, 2021. (Photo by EVARISTO SA / AFP)

ক্রীড়া ডেস্ক : বলিভিয়াকে উড়িয়ে দিয়ে আসর শুরুর পর আর্জেন্টিনার কাছে হেরে যাত্রা বিরতি পড়েছিল প্যারাগুয়ের। তবে তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। যাদের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেছে আর্জেন্টিনা, সেই চিলিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে।

অবশ্য এ জয়ের পরেও আর্জেন্টিনাকে ছাড়িয়ে যেতে পারেনি প্যারাগুয়ে। এ গ্রুপে তিন ম্যাচে ২ জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার কাছাকাছি চলে এসেছে তারা, অবস্থান করছে দুই নম্বরে। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আরোহণ করেছে আর্জেন্টিনা।

অন্যদিকে চিলি খেলে ফেলেছে তাদের সব ম্যাচ। চার ম্যাচে তারা জিতেছে ১টি, হেরেছেও ১টি আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ, ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়। একইদিন প্রথম জয় পাওয়া উরুগুয়ে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চার নম্বরে। জয়হীন বলিভিয়া রয়েছে টেবিলের তলানিতে।

বৃহস্পতিবার ভোরে হওয়া ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য ছিল চিলির। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের। কিন্তু সে তুলনায় আক্রমণ করতে পারেনি কোনো। অন্যদিকে তিনটি শট লক্ষ্য বরাবর করে দুইটিতেই গোল পেয়ে গেছে বলিভিয়া।

ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেছেন ব্রায়ান সামুদিও। কর্নার থেকে মিগুয়েল আলমিরনের ক্রসে লাফিয়ে ওঠা হেডে বল জালে জড়ান সামুদিও। পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আলমিরন নিজেই করেন দ্বিতীয় গোলটি। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

চিলির বিপক্ষে প্যারাগুয়ের এটি টানা তৃতীয় জয়। আর সবমিলিয়ে চিলির সঙ্গে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেলো তারা। দুই দলের মুখোমুখি ৬৪ ম্যাচে প্যারাগুয়ের জয় ২৮ ম্যাচে, ড্র ৯টি আর চিলি জিতেছে ২৭ ম্যাচে।

সবশেষ জয়ের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের। দিনের আগের ম্যাচে উরুগুয়ের কাছে বলিভিয়ার হারের সুবাদে শেষ আটের টিকিট নিশ্চিত হয়েছে চিলিরও। এ গ্রুপ থেকে বাদ পড়তে যাওয়া একমাত্র দল বলিভিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com