নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সাত দিনের জন্য দেশে চলবে কঠোর লকডাউন। আর এই লকডাউনকে কেন্দ্র করে জাতীয় পরিচয়পত্র সেবা একেবারেই অপরিহার্য ছাড়া বন্ধ থাকবে।
বুধবার জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ূন কবীর এই তথ্য জানান।
এনআইডি মহাপরিচালক বলেন, ‘আমাদের একদম অপরিহার্য সেবাটা চালু থাকবে। অনলাইনে আবেদন করতে হবে। লকডাউনে এনআইডি’র শুধু নতুন কার্ড দেওয়া হবে। এর বাইরে অন্য সেবাগুলো আপাতত বন্ধ থাকবে।’
তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অফিস-আদালত বন্ধ থাকবে। তারপরও এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে দুয়েকজন অফিসে থাকবে। খুব অপরিহার্য কোনোকিছু হলে সেগুলো বাসা থেকে করা হবে।’
এই সময়ে নতুন ভোটার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এই সময়ের মধ্যে কেউ যদি নতুন ভোটার হতে চায়, তাহলে সেটা করা হবে না। তবে কারও যদি টিকা বা পাসপোর্টের কাজে এনআইডি লাগে তাহলে সেগুলো করা হবে। একেবারেই যে সেবাগুলো না দিলে লোকজনের ক্ষতি হবে, সেগুলো দেওয়া হবে। আর লকডাউন উঠে গেলে আবার স্বাভাবিক নিয়মের মতো এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে।’