তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন সরকার। এ জন্য জাল নৌকা, চাল, নগদ টাকা ও গরু-ছাগল সহ কর্মসংস্থানের উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। কারন ইলিশ আহরণের মাধ্যমে বেকারত্ব দূর করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
মঙ্গলবার (২৪জুন) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগীর জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, মোঃ রাসেল প্রমুখ।
পরে এমপি শাওন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করেন।
এ জাতীয় আরো খবর..