বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি সম্প্রতি ফ্লাইটসমূহে কারিগরি ত্রুটির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত পদক্ষেপ পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার খর্ব হবে; মির্জা ফকরুল চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার! বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বেপরোয়া লরির ধাক্কায় টঙ্গী উড়াল সড়কে নারীর মৃত্যু

আমরা স্বপ্ন দেখি এশিয়া কাপ, বিশ্বকাপ জয়ের: মিরাজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয় দ্বীপে এক মাসের দীর্ঘ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। প্রাপ্তি কেবল ওয়ানডে সিরিজে। তবে মিরাজ শুধু বিদেশের মাটিতে সিরিজ জয়ে ক্ষান্ত থাকতে চান না। তার স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়।

বিদেশের মাটিতে এখন নিয়মিতই সফলতা পাচ্ছে বাংলাদেশ দল। তবে সেটা অন্য দুই সংস্করণের তুলনায় ৫০ ওভারের ম্যাচেই বেশি। গত মার্চে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তামিম বাহিনী। আর জুলাইয়ে তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তাদের ঘরের মাটিতে। এ সাফল্যগুলোই বলে দেয় ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কতটা শক্তিশালী টাইগাররা। সেটা অকপটে স্বীকার করলেন মিরাজও।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২০ জুলাই) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ টাইগার অলরাউন্ডার বলেন, ‘এটা ঠিক যে, ওয়ানডেতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। এই সংস্করণে সবসময়ই ভালো খেলি। ৪-৫ বছর ধরে ভালো ফলও আসছে। যেখানে সফলতা পাওয়া যায়, সেখানে অবশ্যই সবাই বেশি আত্মবিশ্বাসীও থাকে।’

আর এ আত্মবিশ্বাসকে পুঁজি করেই মিরাজরা স্বপ্ন দেখছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের। নির্বাচকরাও মনোযোগ দিচ্ছেন ভারতে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের এ আসরটি ঘিরে। অধিনায়ক তামিম ইকবালও এগোচ্ছেন সে পথে। নিজের শেষ বিশ্বকাপ বলে আসরটা রাঙাতে চান মনে রাখার মতো করে। তার কথায় অনুপ্রেরণা পাচ্ছে দলের অন্য সদস্যরাও। মিরাজের ভাবনায়ও তাই আগামী ওয়ানডে বিশ্বকাপ।

এ বিষয়ে মিরাজ বলেন, ‘টুর্নামেন্টটা খুব বেশি দূরে নয়। হয়তো ১ বছর ২ বা ৩ মাস বাকি আছে। আমরা যেভাবে এগোচ্ছি, ঠিক পথেই আছি। তাই আমি মনে করি, এভাবে এগোলে আমাদের জন্য বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।’

মিরাজ যোগ করেন, ‘দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি, মুস্তাফিজ, লিটনরাও অনেক দিন ধরে খেলছি। আমাদের অনেকেরও আন্তর্জাতিক ক্যারিয়ার পাঁচ বছর হয়ে যাবে। তাই মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাব আমরা। আশা করি ভালো খেলতে পারব।’

সব মিলিয়ে ওয়ানডেতে বেশ অভিজ্ঞ দল বাংলাদেশ। তাছাড়া ধারাবাহিক সাফল্য আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিশ্বসেরাদের টক্কর দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার‌। তবে টাইগাররা তো এখনো নিজেদের এশিয়ার সেরা প্রমাণ করতে পারেনি। তাই বিশ্বকাপ জয়ের মতো এশিয়া কাপ জয়েরও স্বপ্ন দেখেন মিরাজ।

তিনি বলেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করতে পারলে আমাদের নিজেদের জন্য যে রকম ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। তাই অবশ্যই বড় কিছু অর্জনের চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব। আমরা যেটা পারি, তা হলো চেষ্টা করতে। ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপটা জেতা যায়, সে পথটা খুঁজে বের করতে পারি। এছাড়া ভাগ্যেরও ব্যাপার আছে। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com