দেশে বিদ্যুতের অভাব না থাকলেও আগাম সতর্কতা হিসেবে সরকার সাশ্রয়ের দিকে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অঢেল বিদ্যুৎ নেই। আমাদের সক্ষমতা আছে, তবুও আমরা ইচ্ছা করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।
তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দেশে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তবে ইন্দোনেশিয়া আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরো সাশ্রয়ী হতে হবে।