মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পুরো দেশে ছড়িয়ে পড়েছে দাবানলের ধোঁয়া

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪৩ বার পঠিত

চেক রিপাবলিক বড় একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেশটির ফায়ার ব্রিগেড এ পরিস্থিতিতে সারাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। গত রোববার থেকে জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়। রেকর্ড তাপমাত্রা, শুষ্ক পরিস্থিতি ও জোরালো বাতাসে সারাদেশেই ছড়িয়ে পড়েছে এ দাবানলের ধোঁয়া।

এতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। রাজধানী প্রাগেও পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ। ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে।

দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজারো দমকলকর্মী। এসব এলাকা থেকে বহু মানুষ সরে যেতে বাধ্য হয়েছেন।

জার্মানির অভ্যন্তরে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে তিনটি টিম মোতায়েন করে সে দেশের কর্তৃপক্ষ। ঐ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে পর্যটকদের।

চেক প্রজাতন্ত্রে দাবানলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রোববার থেকে এসব এলাকা থেকে হাজারো মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সে দেশের প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা মঙ্গলবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

সূত্র- বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com