শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, খেলছেন মিরাজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৯১ বার পঠিত

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দুই দলের লক্ষ্যই জয়। কারণ হারলে সেমিফাইনালের পথ হয়ে যাবে কঠিন। এমন ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাকি দল অপরিবর্তিত রয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন ক্রিকেট মাঠে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ফলে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। এসসিজি নামে পরিচিত এই ভেন্যুতে প্রথম খেলা হয় ১৮৪৮ সালে এবং ১৮৮২ সালে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করে স্বাগতিকরা।

পেস বোলিং ডিপার্টমেন্টের দুর্দান্ত নৈপুণ্যে হোবার্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যা ছিল টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের পর মূল পর্বে বাংলাদেশ দলের প্রথম জয়।

বাংলাদেশের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারতো দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পর হোবার্টে বৃষ্টি কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

সব মিলিয়ে ১৪০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com