বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যে কারণে কাতার বিশ্বকাপ অনন্য

  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৮২ বার পঠিত

এবারের বিশ্বকাপ যেকোনো আসরের তুলনায় অনন্য। বিশ্বকাপে এবার কারা আছেন স্পটলাইটে? কারাই-বা ফেবারিটের তমকা পাচ্ছেন?

দুয়ারে ফুটবল বিশ্বকাপ। কাতারের এ আয়োজন নিয়ে রোমাঞ্চিত সবাই। কী নেই সেখানে? মরুর বুকে যে আয়োজন করা হয়েছে, তা দেখে রীতিমতো চোখ ছানাবড়া।

এবারের বিশ্বকাপ অন্য যেকোনো বারের তুলনায় বিশেষ, তা মানতেই হবে। এ আসরে মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, লেওয়ানডস্কিরা আছেন স্পটলাইটে। আছেন জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোতজেও।

একটা বিশ্বকাপ যাত্রা সফল করতে এমন তারকাদের উপস্থিতিই কি যথেষ্ট নয় দলগুলোর জন্য! অনেক দিনের গুঞ্জন, তারকা খসে পড়ার ঘটনা ঘটবে ২০২২ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে ফুটবলের খুদে জাদুকরের শেষ বিশ্ব আসর। অধরা ট্রফি জয়ের খোঁজে বছরের শুরু থেকেই ফরাসি ক্লাব পিএসজিতে খেলেছেন লিও। দুর্দান্ত ছন্দেও আছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এ ছাড়া বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বড় জয়েও বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। নিজের শেষ বিশ্বকাপটা জিতে মেটাতে চান ৩৬ বছরের বিশ্ব শিরোপার তৃষ্ণা।

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আছেন এবারের আসরের লাইমলাইটে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে বিশ্ব শিরোপা জয়ের আকাঙ্ক্ষা যেন আরও বেড়েছে তার। ক্লাব ক্যারিয়ারে বাজে সময় পার করছেন। নিজেকে আরও একবার প্রমাণে তাই বেপরোয়া সিআরসেভেন।

সাম্বার দেশ ব্রাজিলও আছে এবারের বিশ্বকাপের ফেবারিটের তালিকায়। সুপার ফোকাসড নেইমারের এখন একটাই চিন্তা। যেকোনো মূল্যে হেক্সা জিতে ইতিহাস সৃষ্টি করা। পিএসজিতে দারুণ ফর্ম, বিশ্বকাপের আগে প্রস্তুতি–সব মিলিয়ে বেশ চাঙা আছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

এদিকে, আসরের আরেক প্রিয় মুখ কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ লিগে আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন রাশিয়া বিশ্বকাপজয়ী তারকা। লিগের অনবদ্য পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপে দারুণ ভূমিকা পালন করবে এই ফ্রেঞ্চম্যানের জন্য।

জার্মান তারকা মারিও গোতজে আছেন ফেবারিটের তালিকায়। জার্মানির বিশ্বকাপ জয়ের নায়কও চাইছেন নিজের দলকে আবারও শিরোপা জেতাতে।

স্পটলাইটে থাকা আরেক তারকা পোলিশ গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কি। বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়ে রীতিমতো গোলের অটোমেশিন চালু করেছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপেও হয়তো দলের হয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন লেওয়ানডস্কি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com