সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দেশে ফিরে বীরোচিত অভ্যর্থনা পেলেন মরক্কো বিশ্বকাপ দল

  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ বার পঠিত

দেশে ফেরার পর মরক্কো ফুটবলাররা পেয়েছেন বীরোচিত মর্যাদা। দেশে ফেরার পর রাবাতে লাখো মানুষ তাদেরকে বীরের বেশেই বরণ করে নিয়েছে।

মরোক্কোর জাতীয় ফুটবল দল রাজধানী রাবাতে পৌছলে হাজারো সমর্থক আলোক শিখা ও উল্লাস করেছে। কয়েক হাজার মরক্কোর নাগরিক জাতীয় ফুটবল দলকে স্বাগত জানাতে মঙ্গলবার রাজধানীতে ভিড় করে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম আরব বা আফ্রিকান দল মরক্কো।

টিম এবং তাদের কোচ ওয়ালিদ রেগরাগুই একটি খোলা টপড বাস থেকে হাত নেড়েছিলেন যখন তারা বিমানবন্দর থেকে এবং কেন্দ্রীয় রাবাতের আশেপাশে চলছিল। তাদের সঙ্গে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ফ্ল্যাশিং লাইটসহ সাইরেন বাজাচ্ছিল।

সমুদ্র উপকূলের রাজধানীতে আকাশে আতশবাজি ফাটানোর সঙ্গে সঙ্গে জনতা উল্লাস ফেটে পড়ে।

মেকনেস শহরের ২৭ বছর বয়সী ওয়েটার অ্যাডাম নাজাহ বলেন, ‘আমি আমাদের দলের জন্য খুব গর্বিত। কে জানে — হয়তো পরেরবার তারা কাপ জিততে পারে’।

তিনি বলেন, ‘এই ঐতিহাসিক দিনটি উপভোগ করতে এবং বিশ্বকাপে মরক্কোর সুন্দর গল্প উদযাপন করতে ৯০ মাইল ভ্রমণ করেছি। অনেক সমর্থক, দলের কিট পরে এবং লাল পতাকা নেড়ে, তাদের নায়কদের দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজা ষষ্ঠ মোহাম্মদ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com