বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রোবটের জন্য ২০৩০ সালের মধ্যে সারাবিশ্বের প্রায় দুই কোটি মানুষ চাকরি হারাবে

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ২৪৮ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ২০৩০ সালের মধ্যে সারাবিশ্বের প্রায় দুই কোটি মানুষ চাকরি হারাবে। কারণ এসব কাজ তখন রোবট দিয়েই করা হবে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

অটোমেটিক মেশিন বা রোবটের কাজের ক্ষেত্র বেড়ে যাচ্ছে। যদিও এতে অর্থনৈতি সুবিধা রয়েছে তবে তা সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে।
ব্রিটিশভিত্তিক বেসরকারি গবেষণা ও কনসাল্টিং ফার্ম অক্সফোর্ড ইকোনমিক্সের ওই গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েক লাখ চাকরির ক্ষেত্র দখল করে নিয়েছে রোবট।

অনেক প্রতিষ্ঠানেই উৎপাদনের কাজে মানুষের পরিবর্তনে রোবট ব্যবহার করা হচ্ছে। এছাড়া আরও অনেক ক্ষেত্রেই রোবট দিয়ে কাজের আগ্রহ বাড়ছে।

তবে কম দক্ষতার কাজগুলোই মূলত রোবট দিয়ে করা হচ্ছে। সেক্ষেত্রে উচ্চ দক্ষতা সম্পন্ন কাজগুলোতে মানুষকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। সেক্ষেত্রে রোবট ব্যবহারের হার অনেক কম।

অনেক বিশেষজ্ঞই বলছেন যে, স্বয়ংক্রিয় প্রযুক্তি কাজ ধ্বংসের চেয়ে আরও নতুন অনেক কাজের ক্ষেত্র তৈরি করবে। কিন্তু কয়েক বছর ধরে এই প্রবণতা দক্ষতার ঘাটতি তৈরি করেছে। ফলে অনেক শ্রমিকই কাজ হারাচ্ছেন।

সর্বশেষ গবেষণায় বলা হচ্ছে, অনেক মানুষের কাজের ক্ষেত্র হারালেও রোবটের কারণে উৎপাদন এবং অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com