চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাতে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে পূর্ব দেওয়ান নগরের জোহরা বাপের বাড়ির অটোরিকশাচালক মো. ফারুকের ঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এনজিও থেকে ঋণ হিসেবে ৮০ হাজার টাকা নিয়েছিলেন ফারুক। আগুনে সেটিও পুড়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে চার কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরটিতে থাকা ফ্রিজ, আসবাবপত্র, একটি ভ্যানগাড়ি ও ৮০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।