বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরে ওয়াসার খাল পরিষ্কার করছে ডিএনসিসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এরই ধারাবাহিকতায় ঢাকা ওয়াসার মালিকানাধীন কল্যাণপুর ‘খ’ খাল পরিষ্কার করছে সংস্থাটি।

মঙ্গলবার (২ জুলাই) ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা জলাবদ্ধতা নিরসনে এ খাল পরিষ্কারের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এদিকে গত ১ জুন জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত বাইপাস পাইপ ড্রেন সংযোগ উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনে কালশী-বাউনিয়া খাল পর্যন্ত (প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়) ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস পাইপ ড্রেন সংযোগের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত জনসভায় মেয়র বলেন, এ পাইপ ড্রেন সংযোগের ফলে কালশী এলাকার জলাবদ্ধতা, জনদুর্ভোগ অনেকাংশেই কমে যাবে, তবে এটি স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এ অঞ্চলের সব খাল নিয়ে ওয়াসাকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

জানা গেছে, কালশী খাল থেকে ডিএনসিসি প্রায় ৮০ ট্রাক ময়লা পরিষ্কার করেছে। খাল থেকে লেপ- তোশক, মশারি এমনকি আসবাবপত্রও পাওয়া গেছে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকার জলাবদ্ধতা দূর করতে বাউনিয়া খালের সঙ্গে আরেকটি ড্রেন যুক্ত করার পরিকল্পনা করছে ডিএনসিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com