বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কলম বিরতিতে এনবিআর কর্মকর্তারা ; সংকটে খেটে-খাওয়া মানুষ  টঙ্গীর মাজার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী ৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডিজিটাল যুগে প্রবেশের নতুন দিগন্ত সেনাবাহিনীর অভিযানে ভাসানটেক থেকে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার ভুক্তভোগীর তথ্যে র‍্যাব-১ এর অভিযানে উত্তরা থেকে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তের  প্রতিবাদে বিমানবন্দর কূর্মীটোলায় সংবাদ সম্মেলন মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরো শক্তিশালী হ্যারিকেন ‘ইডালিয়া’, বিপদ সংকেত জারি

  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত

মেক্সিকো উপসাগরে তৈরি হয়েছে হ্যারিকেন ইডালিয়া। শক্তি বাড়িয়ে ঝড়টি ক্রমশ এগিয়ে আসছে ফ্লোরিডার সমুদ্র সৈকতের দিকে। ঝড়টি সরাসরি সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে এসে আঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সেখানে লাল সতর্কতা (বিপদ সংকেত) জারি হয়েছে।

এর আগে কিউবার উপর দিয়ে বয়ে গেছে এই ঝড়। কিউবার পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়ার সময় ঝড়টি সেখানে ব্যাপক ক্ষতি করেছে। ঘর-বাড়ি তছনছ করে দিয়েছে। তবে কিউবার উপর যখন ছিল, তখন ঘূর্ণিঝড়ের চেহারায় ছিল। আমেরিকার দিকে ঝড়টি যত এগোচ্ছে, ততই তা আরো শক্তি বাড়াচ্ছে এবং আরো বেসি এলাকার উপর দিয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

মার্কিন সময় মঙ্গলবার দুপুরে ঝড়টির অবস্থান ছিল উপকূল থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে। বুধবার সকালে ঝড়টি স্থলভাগে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। উপকূলে আঘাতের সময় ঝড়ের গতি থাকবে প্রতি ঘণ্টা ১৭৯ কিলোমিটার।

আবহাওয়াবিদদের আশঙ্কা, গত সাত বছরে ইডালিয়া চতুর্থ ভয়াবহ ঝড় হিসেবে আমেরিকার উপকূলে ঢুকবে। এর প্রভাবে উপকূল তছনছ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে ইরমা এসেছিল ফ্লোরিডার উপর। ২০১৮ সালে এসেছিল মিশেল, আর ২০২২ সালে ইয়ান।

সাউথ ক্যারোলিনার গভর্নর ইতিমধ্যেই জরুরি অবস্থা বা লাল সতর্কতা জারি করেছেন। উপকূল থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনার প্রায় ২০ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিসের সঙ্গে যোগাযোগ রাখছেন। রন ডিস্যানটিস রিপাবলিকানদের হয়ে ২০২৪ সালের নির্বাচনের প্রার্থীও বটে। রিপাবলিকান শিবিরে ট্রাম্পের পর দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি তিনি।

সূত্র: ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com