শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

বাঁচা-মরার লড়াইয়ে টাইগারদের সম্ভাব্য একাদশ

  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরে বাচাঁ-মরার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি টাইগারদের জন্য প্রতিশোধের মঞ্চ হতে যাচ্ছে। কেননা লংকানদের কাছে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছিল টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে যে কোনো দলই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়ই।

শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এই মাঠটি ঐতিহাসিকভাবে স্পিন বান্ধব। তবে মাঝেমধ্যে ব্যাটিংয়েও সাহায্য পাওয়া যায়। ফলে পিচের কথা মাথায় রেখে দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত শুক্রবারের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। মোহাম্মদ নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন লিটন দাস। দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী।

এদিন তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। এছাড়া লোয়ার অর্ডারে আফিফ হোসেন ও দলে ফিরতে পারেন শেখ মাহেদী। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com