নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে রোববার জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল (১৫ জুলাই) সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজায় অংশগ্রহণ করবেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। একাধিকবার দেশ-বিদেশেও চিকিৎসা নেন তিনি।