উত্তরা সংবাদ দাতা (হাফসা):উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক খান গত ২৬ শে ডিসেম্বর স্ব-পরিবারে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছে। সাধারণ সম্পাদক মানিক খান বিদেশ থেকে ফেরত আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
গত ২৫শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ উত্তরা প্রেসক্লাবে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাব নেতৃবৃন্দ সুত্রে জানা যায়, উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে গত ২৫/১২/২০২৪ ইং তারিখ উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণ পাকার মাথায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এস এ টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাধারণ সম্পাদক মানিক খান দেশে ফিরে আসার আগ পর্যন্ত আব্দুল আহাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।