সিটিজেন প্রতিবেদকঃ সতেরো বছর পর কারামুক্ত বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু সাক্ষাৎ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার এ সাক্ষাৎ করতে যান আবদুস সালাম পিন্টু।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পায় পিন্টু । তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।