রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আমি একেবারে সিংগেল : ইধিকা পাল

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ছোট পর্দা থেকে যাত্রা শুরু করেছিলেন এ অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে এখন বড় পর্দায় সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে সম্পর্ক রয়েছে।

অভিনেত্রীর সাফল্যের পাশাপাশি এসেছে বিতর্ক। ‘প্রিয়তমা’ মুক্তির পরে জল্পনা শুরু হয়েছিল, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ নাকি প্রেম করছেন তিনি। এ বিষয়ে তার বক্তব্য, ‘যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে।’

এরপর বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিংগেল।’

‘খাদান’-এ কাজের অভিজ্ঞতার বিষয়ে ইধিকার ভাষ্য, ‘এই ছবিতে কাজের সময়ে আমার প্রচুর প্রাপ্তি। মনে থেকে যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তা ছাড়া দেব দা এত মজা করে, লেগপুল করে, যে কাজের চাপটা পুরো ভুলেই গিয়েছিলাম। দারুণ আনন্দে শুটিং করেছি সবাই।’

অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল, এমনটা কিন্তু নয়। তবে যেদিন থেকে অভিনয় করতে শুরু করেছি, সেদিন থেকে এমন একটা ক্যানভাসে অভিনয়ের স্বপ্নই তো দেখেছি। অন্য কেউ কতটা লাকি জানি না, তবে আমি ভীষণ লাকি। ভাগ্যে বিশ্বাস করি। তাও ২০২৪ বছরটা শেষ হওয়ার আগেই এত কিছু দিয়ে যাবে ভাবিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com