শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ ৬ থেকে ১১ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমালেন চিত্রনায়িকা অঞ্জনা জাতীয় দলে আর খেলবেন কি তামিম— আফ্রিদিকে যা জানালেন ১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার ‘হবু প্রেসিডেন্ট’ ট্রাম্পের সাজা ঘোষণা ৪৩ মিনিটের বৈঠক, নানা কৌতূহল চিটাগাংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী গাজায় ২৪ঘন্টায় ৩৪ দফা বিমান হামলা ইসরাইলের, নিহত ৭১ দেখা নেই সূর্যের আজও কুয়াশায় ঢাকা রাজধানী জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও শহীদ জিয়া ও বিএনপির আদর্শ বাস্তবায়ন করবো: আরিফুর রহমান হাসনাইন রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে : মির্জা ফখরুল

জাতীয় দলে আর খেলবেন কি তামিম— আফ্রিদিকে যা জানালেন

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ ২০২৩ সালে আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দুই দিন পার না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। নানা নাটকীয়তার পর ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

গুঞ্জন শোনা যাচ্ছে– ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই এই টাইগার অধিনায়ক। কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেনইনি, একইসঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল (শুক্রবার) রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’

পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়ানাড়া করছিলেন তামিম। তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন,‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’ পরে একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবি ও শাহিন আফ্রিদিরা। অন্যদিকে, শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মোহাম্মদ নবির আমন্ত্রণেই তিনি হাজির হন কালকের নৈশভোজে, পরে সেখানে যোগ দেন তামিম-শাহিনরা। ভিডিওতে আফ্রিদিকে নবির অবসর প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। প্রথমে ইতস্তত করলেও পরে আফগান তারকা বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, এরপর টি-টোয়েন্টিই খেলব শুধু।’

তবে এ নিয়ে আপত্তি জানান আফ্রিদি। চিটাগাং কিংসের এই মেন্টর বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’ পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিমসহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান। তামিমও করাচির বিরিয়ানির প্রশংসা করেন। এর আগে কিছুদিন আগে বাংলাদেশি এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গেও আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে, দুবাইয়ের মাটিতে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com