নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নামমাত্র আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের যেখানে ইচ্ছে সেখানে লুটপাট করেছে, জায়গা-জমি দখল করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে।
জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত এ সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে, সে জন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।
রিজভী বলেন, শেখ হাসিনা ভারতকে যে সুবিধা দিয়েছে সেই কারণে আলাপ-আলোচনা ছাড়াই ভারত জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। শুধু শেখ হাসিনা সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।
তিনি আরও বলেন, শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। সেটাও না মেনে তারা লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে।
শূন্যরেখায় ভারতের বেড়া দেওয়ার চেষ্টা রুখে দিতে বিজিবির সঙ্গে স্থানীয়দের যোগ দেওয়াকে দৃষ্টান্তমূলক বর্ণনা করে রিজভী বলেন, হাসিনা তার আমলে এটা করতে দেয়নি। তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন।
আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটো, রিকশা, ভ্যান শ্রমিকরা বক্তব্য দেন।