হাফসা (উত্তরা) রাজধানীর তুরাগ থানার অন্তর্ভুক্ত এলাকা দিয়াবাড়ি বিআরটি এ, দখিণ পাশে কম্বল বিতরণ করেছে, ৫৩ নং ওয়ার্ড বিএনপি,র পক্ষ থেকে, হতদরিদ্র গরীব মানুষের মাঝে ৫০০ শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার ১৪ই জানুয়ারি ২০২৫ইং দিয়াবাড়ি বিআরটিএ, দখিণ পাশে,
উক্ত আয়োজনে প্রধান অতিথি-
মোঃ হাজী মোহাম্মদ মোস্তফা জামান, সদস্য সচিব,বিএনপি ঢাকা মহানগর উত্তর।
বিশেষ অতিথি: মোহাম্মদ হারুনুর রশিদ( খোকা),প্রথম যুগ্ন আহবায়ক, তুরাগ থানা,বিএনপি,ঢাকা মহানগর উত্তর,
বিশেষ অতিথি মোঃ জহিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ,বিএনপি,তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর,
বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল সালাম, আহবায়ক সদস্য, বিএনপি উত্তরা পশ্চিম থানা,ঢাকা মহানগর উত্তর।
সভাপতিত্ব করেছেন মোঃ সোহেল রানা,
সভাপতি:৫৩ নং ওয়ার্ড বিএনপি,তুরাগ থানা ঢাকা মহানগর উত্তর।
সঞ্চালনায় -মোঃ মিন্নত আলী-সিনিয়র সহসভাপতি, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর,
ধন্যবাদান্তরে মোহাম্মদ: রিপন ইসলাম-বিপ্লবী আহবায়ক সদস্য, তুরাগ থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।
আমন্ত্রণ অতিথিঃ মোহাম্মদ মোখলেছুর রহমান-আহবায়ক সদস্য, তুরাগ থানা বিএনপি,ও মেম্বার -উপকূল মানবাধিকার সংস্থা তুরাগ থানা,
আমন্ত্রণ অতিথি মোঃ আব্দুল আলী, আহবায়ক সদস্য, বিএনপি তুরাগ থানা,
মোঃ আয়নাল হক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, ৫৩ নং বিএনপি।
আমন্ত্রণ অতিথি মোঃ জিয়াউর রহমান জিয়া,
সিনিয়র স্টাফ রিপোর্টার,জাতীয় দৈনিক রুদ্র বাংলা পত্রিকা ও সভাপতি: বাংলাদেশ ফোক সংগীত সংগঠন এবং সাংস্কৃতিক সম্পাদক – ঢাকা বিভাগীয় প্রেসক্লাব,সদস্য উত্তরা প্রেসক্লাব,
আমন্ত্রণ অতিথি- মোঃ রিপন সরকার, ৫৩ নং ওয়ার্ড বিএনপি
তারিখ ১৪ই জানুয়ারি ২০২৫ইং সময় বিকাল ৪ ঘটিকায় শুরু করেছে সন্ধা ৬ ঘটিকা পযন্ত চলমান ছিলো এই কর্মসূচি, শান্ত শৃঙ্খলা বজায় রেখে মানব সেবা কর্মসূচি সফল হয়েছে জানায় কমিটি,