মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমিনুল হকের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার,২১ জানুয়ারি, ২৪

বিএনপি সবসময় চায় বাংলাদেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে- বলেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই প্রথম সরাসরি কোনো খেলাধুলার আয়োজন করেছে। আমরা সবসময় চাই বাংলাদেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে।

আমিনুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা হবে অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়তে চাই।

সোমবার ( ২০ জানুয়ারি ) রাতে ডিআরইউ চত্বরে
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষনা দিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। দেশ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। বিএনপি রাস্ট্র পরিচালনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেয়।

আমিনুল হক বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হবার পরে আমরা শহীদ জিয়া ক্রিকেট টূর্নামেন্ট শেষ করেছি। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট চলমান রয়েছে এবং গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে শহীদ জিয়া আন্তঃ থানা ফুটবল টূর্নামেন্ট শুরু হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও সময়ের আলো প্রত্রিকার প্রকাশক ফয়সাল আর ফেরদৌস।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ফয়সাল বলেন, ডিআরইউ- এই সংগঠনে পেশাদার সাংবাদিকরা রয়েছেন। তাদের বিনোদনের জন্য এই ব্যাটমিন্টন টূর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটা সাংবাদিকদের কর্মস্পৃহা বাড়িয়ে দেবে। সময়ের আলো সব সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে থাকবে বলে জানান তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমিনুল হক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাকে আমরা সবাই একজন সেরা গোল কিপার হিসেবেই চিনি। তিনি এখন রাজনীতিতেও ভালো করছেন। আশা করি ওনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার,যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান,আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com