শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল পরিপূর্ণ সংষ্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার : আমিনুল হক দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা অপরাধীদের  বিচারের দাবিতে উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের সঙ্গে ফখরুলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: ডিএমপি কমিশনার

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার “একজন আমিনুল হক” বইটি প্রকাশ হয়েছে। বইটি প্রকাশের পর পরই আজ একুশে ফেব্রুয়ারিতে এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সারা ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফ সহ বইটি দিচ্ছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার “একজন আমিনুল হক “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আমিনুল হককে নিয়ে লেখা “একজন আমিনুল হক” বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।

কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মোঃ কামাল হোসেন এর সাথে তিনি জানান আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন-আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায় ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।

আমিনুল হক জানান-পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি।সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com