বিনোদন ডেস্ক: ইয়ারফোনের ব্যবহার কি শ্রবণশক্তি হারানোর শঙ্কা থাকে, যা বলছেন চিকিৎসক প্রতি বছর প্রথম রমজানে প্রিয়জনদের নিয়ে ইফতার করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার (০২ মার্চ) প্রথম রমজানের দিন প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন মিম।
রমজান মাসে ইফতার করার ঘটনা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে নতুন কিছু না। প্রতি বছরই প্রথম রোজায় এমন চিত্র দেখা যায় তার বাসায়। এ সময় মিমের সঙ্গে থাকেন তার পরিবারের সকল সদস্যরাই। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।
রোববার প্রথম রমজানের দিনেই প্রিয়জনদের নিয়ে ইফতার করতে দেখা গেল মিমকে। এদিন নায়িকা তার বাসায় ঘরোয়া ইফতার আয়োজনের দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন,‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’
পোস্টটি দেখা মাত্রই মিমকে ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা; সঙ্গে মন্তব্য ঘরে রমজানের শুভেচ্ছা বার্তাও দেন।
ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।
বিনোদনের ঝলমলে দুনিয়ায় সরব বিচরণ মিমের। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী। কিন্তু মিমের কাছে সব ধর্মের মানুষই সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়তই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করেন।