তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার;
হাফসা : রাজধানীর
তুরাগ থানাধীন ধউর এলাকায় অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ ২৮ জুলাই সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময় এই অভিযানটি পরিচালনা করেন তুরাগ থানার পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিওিতে তুরাগ থানার এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম এই অভিযানটি পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল। একই সাথে তারা ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো (১) মোঃ নাগর হোসেন (৩২),পিতা মৃত মাহতাব হোসেন,গ্রামঃ সেনেরহুদা,পোস্ট: উথলি বাজার, থানাঃ জীবন নগর, জেলাঃ চুয়াডাঙ্গা।
(২) মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা,গ্রামঃ সেনেরহুদা,পোস্ট : উথলি বাজার, থানাঃ জীবন নগর, জেলাঃ চুয়াডাঙ্গা।
পুলিশ সুত্রে আরো জানা যায়, তারা উভয়ে চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি অবস্থায় অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল নিয়ে ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে এমন গোপন খবর আসে তার নিকট। খবর পেয়ে তিনি সাথে সাথে সেখানে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোপন সুত্রে জানা যায়, এই ৩১২ বোতল ফেনসিডিল টঙ্গী বাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম আরো জানান, এ ঘটনায় থানায় মাদক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।