শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গুম পরিবারের পাশে বিএনপি নেতা কফিলউদ্দিন দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান স্টারলিংক রিসেলার নিয়োগে পার্টনার খুঁজছে বিএসসিএল উত্তরা পশ্চিম থানায় ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় তেল, উদ্বোধন শনিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন শিক্ষিকা মাসুমা আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি সচিব আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে

 গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাজধানীর শান্তিবাগে শেখ সেকান্দার আলী মিলনায়তনে সোমবার শান্তিবাগ স্কুলের শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে গুজব সম্পর্কে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
মেনন বলেন, ‘সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিত গুজবে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল জামায়াত। হেফাজতীরা শাপলা চত্বরে আলেমদের মেরে শেষ করে দিয়েছে বলে মিথ্যা প্রচার করেছিল। এখন পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে এ প্রচার চলছে। এ প্রত্যেকটি প্রচারই একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘যারা দেশে উন্নয়ন এবং অগ্রগতি চাচ্ছে না এবং যারা কেবল সরকারকেই বিব্রত করা নয়, আমাদের দেশকে পিছে ঠেলে দেয়ার চেষ্টা করছে তারাই এসব গুজব ছড়াচ্ছে। না হলে আজকের এ বিজ্ঞানের যুগে শিশুর মাথা লাগতে পারে পদ্মা সেতুতে-এটা হতে পারে না।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘যারা এ গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, মানুষ হত্যাও বন্ধ করতে হবে। তবে একই সঙ্গে একটি কথা বলা প্রয়োজন সেটা হলো- আবার যেন আমরা ডেঙ্গুকে গুজব না বলি, আমরা যেন বলি ডেঙ্গু সত্য এবং তার প্রতিরোধ করি। এ জন্য স্কুলের ছেলে-মেয়ে এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’

শেখ সেকান্দার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের ডিএমপি সিনিয়র পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান, শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক, শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রহিম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. জহিরুল ইসলাম শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com