বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাউন্সারটা লাগতেই ফিল হিউজের মৃত্যুর কথা মনে পড়েছিল‌ স্মিথের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ২৭৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে জোফরা আর্চারের বাউন্সার যখন তার কান আর ঘাড়ের মাঝে লেগেছিল, সেই সময় কিছু কি মনে হওয়ার মতো পরিস্থিতি ছিল?‌ ঠিক কী মনে হয়েছিল তার?‌ জানালেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বললেন, ‘‌ফিল হিউজের মৃ’ত্যুর কথা ওই মুহূর্তে মাথায় এসেছিল।’‌

স্মিথ এরপর আরও বলেন, ‘‌বলটা লাগার পর মাটিতে শুয়ে পড়েছিলাম। মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। ঠিক কোথায় লেগেছে, এই ভাবনাটা তো ছিলই। তবে কয়েক বছর আগের একটা দুর্বিষহ ঘটনা মনে পড়ে গিয়েছিল‌‌। কোন ঘটনার কথা বলছি, আশা করি বুঝতে পারছেন (‌‌‌‌হিউজের মৃ’ত্যুর ঘটনাকেই ইঙ্গিত করেন তিনি)‌‌। একটু পরে অবশ্য মনে হল, না অত ভয়ঙ্কর কিছু নয়। ঠিক আছি। ওই মুহূর্তে মন একটু খারাপ ছিল। তবে মানসিকভাবে ঠিকই ছিলাম।’‌

চোট পাওয়ার পর ব্যাট করতে যে তার সমস্যা হয়নি, সে কথা আরও একবার জানান স্মিথ। তিনি বলেন, ‘‌সেদিন বিকালের আগে সত্যিই কোনও সমস্যা হয়নি। তারপর যখন চিকিৎসক জানতে চাইলেন কেমন আছি, জবাবে বলেছিলাম, মনে হচ্ছে আগের রাতে ৬‌টা বিয়ার খেয়েছি। অদ্ভুত একটা ঘোরের মতো লাগছিল। যা পরবর্তী প্রায় দু’‌দিন ছিল। খুব স্বস্তিতে ওই মুহূর্তে ছিলাম না। তবে টেস্ট ম্যাচ মিস করার আক্ষেপ ছিল যথেষ্টই।’‌

ম্যানচেস্টার টেস্টে খেললে আবার জোফরা আর্চারের মুখোমুখি হতে হবে। সামলাতে হবে বিষাক্ত বাউন্সার। ভয় পাচ্ছেন?‌ স্মিথের জবাব, ‘আমার আর আর্চারের যদি আবার দেখা হয়, তাহলে ও এগিয়ে থাকবে- অনেকেই এরকম বলছেন বটে। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ও কিন্তু আমাকে আউট করতে পারেনি। অন্য বোলাররা আমাকে অনেক বেশিবার আউট করেছে। আমিও তাদের বিরুদ্ধে অনেক বেশি খেলেছি। তাই জোফরাকে নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com