সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, স্ত্রী হাসপাতালে

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের রুহিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা আসাদুল হক ইপু (৪০) ও তার শিশু সন্তান সোহান (৬) নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর অবস্থায় নিহত ইপুর স্ত্রী রেশমাকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেলে কর্তব্য চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

নিহত ইপুর তিন ছেলে ও স্ত্রী রেশমাকে নিয়ে রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় বসবাস করতেন। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ইপু।

আহতাবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেশমা জানান, মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ কেরানীগঞ্জ বাগমারা এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রুহিদপুর কুড়াহাটি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। স্বামী ও সন্তান গুরুতর মাথায় আঘাত পান।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বাবা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহত রেশমার অবস্থা ভালো।

কেরানীগঞ্জ মডেল থানা ওসি শাকের মো. জুবায়ের জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com