লাইফস্টাইল ডেস্ক:আয়ুর্বেদ শাস্ত্রে রূপচর্চায় মধুর কদর নতুন নয়। এটি যেমন প্রাকৃতিকভাবে ত্বক করে উজ্জ্বল, তেমনি চুল পড়া রোধ করতেও এর জুড়ি মেলা ভার। ফেসপ্যাক কিংবা হেয়ার প্যাকে সামান্য মধু মিশিয়ে নিলেই সেটি জৌলুস নিয়ে আসবে ত্বক ওচুলে।জেনে নিন কীভাবে রূপচর্চায় মধু ব্যবহার করবেন।
সমপরিমাণ মধু ও আমন্ড গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে ত্বলে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও কোমল হবে।
ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে ব্যবহার করুন মধু। ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে স্ক্রাবার তৈরি করে নিন। ঘষে ঘষে লাগান ত্বকে। ত্বকের মৃত কোষ ঝরে যাওয়ার পাশাপাশি দূর হবে ব্ল্যাকহেডস।
হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে ত্বকে সরাসরি ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার। ত্বকে আর্দ্রতা ফেরাতে মধুর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর শুষ্ক অংশে ওই মিশ্রণ লাগিয়ে অপেক্ষা করুন মিনিট বিশেক। ভেজা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। চোখের আশেপাশের অংশ বাদে বাকি ত্বকে লাগান। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ৫ মিনিট পর। ত্বকের প্রসাধনী দূর হবে। পাশাপাশি বন্ধ লোমকূপ খুলবে।
এক মগ পানিতে মিশিয়ে নিন আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মধু। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণ ঢেলে দিন চুলে। আঙুল চালিয়ে হালকা ম্যাসাজ করুন। এরপর ভালো করে ধুয়ে নিন চুল।
২ চা চামচ টক দই ও ৩ চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। গোসলের আগে মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।