নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে জাতীয় কমিটির সভা চলছে।
শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে দুপুর ১টার দিকে করোনাভাইরাস প্রসঙ্গে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিশ্বের ১৮৫টি দেশে মহামারি করোনাভাইরাসে ১১ হাজার ৪০১ জন নিহত হয়েছে। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন। এ ভাইরাসের বিস্তার রোধে ইতিমাধ্যে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।