রাকিবুল হাসান, সোনারগাও: করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চলছে লকডাউন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লকডাউনের নির্দেশনা অমান্য করে সোনারগাঁওয়ে জনসমাগম করে সালিশ বৈঠক করার অভিযোগ উঠেছে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ডাক্তার আব্দুর রউফ এর বিরুদ্ধে ।
জানা যায়, কিছুদিন পূর্বে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ি গ্রামবাসীর সাথে একই ইউনিয়নের রায়পুর গ্রামের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ ওই সংঘর্ষের বিরোধ মীমাংসা করার জন্য পরিষদ প্রাঙ্গনে সালিশ বৈঠকের আয়োজন করে।
সালিশ বৈঠকে সামাজিক দূরত্ব বজায় না রেখে উভয় গ্রামের শতাধিক লোকের উপস্থিতি ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সালিশি বৈঠকে ছিল উপচে পড়া ভিড়। কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেননি। অনেকের মুখে ছিল না মাস্ক।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত সভা সমাবেশ এমনকি সামাজিক অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে মসজিদ মন্দির, বাজার দোকানপাট ব্যবসা বাণিজ্য, কলকারখানা সকল ক্ষেত্রে গণ জামায়াতের না করার নির্দেশ দিয়েছে সরকার।
তারা বলেন, যেখানে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, স্থানীয় প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেখানে দেশের মহা বিপদের সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ সরকারের নির্দেশনা অমান্য করে কয়েক শত মানুষ নিয়ে সালিশ বৈঠক করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, সালিশ বৈঠকে লোকজন বেশী হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে লোকজনকে বের করে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে