নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরা আজমপুর নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার দুপুরে কেসি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেসি ফাইন্ডেশন এর চেয়ারম্যন আলহাজ্ব খসরু চৌধুরি, নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডঃ আবু হানিফ, কেসির ম্যানাজার শাহ আলম ও এ্যাডমিন ইসরাফিল হোসেন বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরি বলেন, করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত আমরা ১০ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছি।
এ মহামারিতে কেউ আক্রান্ত হলে, তাকে বিনা খরচে হাসপাতালে নিয়ে যাওয়াসহ সার্বিক সহযোগিতার জন্য কেসি ফাউন্ডেশন এর পক্ষ দুটি এ্যাম্বুলেন্স এর ব্যাবস্থা করা হয়েছে। আমাদের এ সহযোগিতা করোনা মহামারি যতদিন স্থায়ী হবে ততোদিন পর্যন্ত অব্যাহত থাকবে।