অর্থনৈতিক প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়েছেন পদ্মা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল মোতালেব পাটোয়ারী।
গত ১৫ জুন করোনা পজেটিভ হন তিনি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরীক অবস্থার উন্নতির দিকে। বতমানে শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ নেই।
বুধবার (২৪ জুন) আবদুল মোতালেব পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মোতালেব পাটোয়ারী ফারমার্স ব্যাংকে আড়াই বছর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ট্রাস্ট, অগ্রণী, আল আরাফাহ ও আল বারাকাহ ব্যাংকে কর্মরত ছিলেন।