জয়পুরহাট প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন সাবেক নেতার মৃত্যু হয়েছে। তার নাম মাহবুব আলম মঞ্জু (৬৮)। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছিলেন জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তার বাড়ি জয়পুরহাট পৌরসভার হারাইল মহল্লায়।
সিভিল সার্জন ডা. সেলিম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে মাহবুব আলম মঞ্জু জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৭ জুলাই ফলাফল পজিটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, মাহবুব আলম মঞ্জুসহ জয়পুরহাটে করোনায় চার ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭০৮ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৩২ জনের।