ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান সিরি আ লিগের আসন্ন মৌসুমের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতাটির। উদ্বোধনী মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দশম লিগ শিরোপা জয়ের অভিযান শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের দল।
নিজেদের ওয়েবসাইটে আজ (২ সেপ্টেম্বর) সূচি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া আসরের পর্দা নামবে আগামী বছরের ২৩ মে।
ইতালিয়ান এই শীর্ষ লিগের উদ্বোধনী দিনে জুভেন্টাস, সাম্পদোরিয়া ছাড়াও মুখোমুখি হবে লাজ্জিও-আতালান্তা, পার্মা-নাপোলি ও ভেরোনা-রোমা।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে গত মৌসুম শেষ হয়েছে দেরিতে, তাই এবারের সূচিতে তেমন ছুটি রাখা হয়নি।