শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর উত্তরায় এনা পরিবহনের বাসের ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা আজমপুর এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই ছাত্র। তার অবস্থা এখন আশঙ্কাজনক। ওই শিক্ষার্থীর নাম সাদ , বিস্তারিত পরিচয় জানা যায়নি। উত্তরা ট্রাফিক জোনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বদরুল হাসান বলেন, নিরাপদ সড়কের দাবিতে বিকেল সাড়ে ৪টা থেকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আজমপুর এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে হাউজ বিল্ডিং থেকে খিলক্ষেত পর্যন্ত তীব্র যানজট ছড়িয়ে পড়েছে বলেও জানান বদরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com