নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে ক্লাস চলা অবস্থায় শিক্ষকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। প্রতিবাদে
শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে সন্ত্রাসীদের বিচার দাবী করেন।
পূর্বশত্রুতার জেরে দোহারের ইসলামাবাদ স্কুলে ক্লাস চলা অবস্থায় সাহাদাত নামে এক শিক্ষকের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী মানিক বেপারি ও শামীম এর নেতৃত্বে একদল গুন্ডাপান্ডা। এসময় সাহাদাত দশম শ্রেনীর ক্লাস নিচ্ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।
দশম শ্রেনীর শিক্ষার্থরা জানায়, সাহাদাত স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন। মানিক বেপারি ও শামীম এর নেতৃত্বে একদল গুন্ডাপান্ডা ক্লামের বাহিরে এসে স্যারকে গালাগাল করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা স্যারকে ক্লাস থেকে বের করে বেদম মারপিট করে । স্যার মাটিতে লুটিয়ে পড়ে তারপর ছাত্র-ছাত্রীরা তাদেরকে প্রতিহত করতে গেলে সেখানে ছাত্র-ছাত্রীরাও আহত হয়।
ইসলামাবাদ স্কুলে ক্লাস চলাকালীন সময়ে সাহাদাত নামে এক শিক্ষকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা মেঘুলা হলেবাজারের রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা বলেন, স্কুলের পরিবেশ অস্থিতিশীল করার লক্ষে স্যারের উপরে হামলা করা হয়। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী মানিক বেপারি ও শামীম এর বিচার দাবী করেন। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।