ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও দেশের ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে ইসি।
রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকছে।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতসহ ঢাকা-১৭ আসনে মোট প্রার্থী সাতজন। মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপরই এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন
৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইভিএমে। পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।