নিজস্ব প্রতিবেদক
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্ৰীয় কার্যনির্বাহী সংসদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম উদ্দিন।
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের গঠনতন্ত্রের ৩২ এর (গ) ধারামতে বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দদের কণ্ঠে সম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ইমরান খান-কে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদানের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংদের নিকট প্রস্তাব করেন।
পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনান্তে ৮ সেপ্টেম্বর এর উপস্থিত সকল নেতৃবৃন্দের কন্ঠে প্রস্তাবিত বিষয় উত্থাপিত হলে কাজী মোঃ ইকরাম হোসেন লালন এর সম্মতিক্রমে উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যে ইমরান খান-কে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের জন্য সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ৮ সেপ্টেম্বরের সভায় উত্থাপিত প্রস্তাব কাজী মোঃ ইকরাম হোসেন লালন-কে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বহী সংসদের সহ-সভাপতি পদে মনোনিত করার প্রস্তাবটি গৃহীত হয়।
১৪ সেপ্টেম্বর হইতে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক হিসাবে ইমরান খান দায়িত্ব পালন করবেন।