নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ ১৩ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধের দাবিতে নারী সাংবাদিক কেন্দ্র মানববন্ধনের আয়োজন করে।দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
এতে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক বক্তব্য দেন। তিনি বলেন, ‘ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে।’ এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারীবিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যাকরীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ও তা দ্রুত কার্যকরের ব্যবস্থা নিতে হবে।’ তিনি ধর্ষণকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান।
সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যাকারী নরপশুদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের ব্যবস্থা করতে হবে।’ তিনি পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।
নাসিমুন আরা হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, মানবাধিকার কর্মী খুশি কবির এবং সম্প্রতি ধর্ষণ ও হত্যার শিকার শিশু সায়মার বাবা আবদুস সালাম। মানববন্ধনে আখতার জাহান মালিক, দিলরুবা খান, নাসরিন শওকত, সানজীদা সুলতানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।