মাসুদ পারভেজ ঃ প্রমি গ্রুপের পক্ষে নোয়াখালী লক্ষীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ১১ টি জেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে প্রমি গ্রুপ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। এছাড়াও নোয়াখালী লক্ষীপুরের দূর্গম এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে নোয়াখালি সেনাক্যাম্পে প্রমি গ্রুপের কয়েক হাজার খাবার পেকেট উপহার দেওয়া হয়।
জানা যায়,গত ২৯ শে আগষ্ট বৃহষ্পতিবার প্রমি গ্রুপের একঝাঁক তরুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালীর মাইজদী, কবিরহাট,চৌমুহনী, সোনাইমুড়ী, চাটখিল এলাকার কয়েক হাজার মানুষের মাঝে শুকনো খাবার প্যাকেট পৌঁছে দেয়।
এসব প্যাকেটে রয়েছে চিড়া মুড়ি,বিস্কুট,চানাচুর জুস,লবণ, নাপা ট্যাবলেট,টেস্টি স্যালাইন,খাবার-পানি, গুড়া দুধ,মোমবাতি, দিয়াশলাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ একটানা ৬ বার সিআইপি পদক পেয়েছে প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
জানা যায়, উত্তরখানের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা সফল ব্যবসায়ী হিসেবে এ নিয়ে টানা ছয়বার সিআইপি পদক পাওয়ায় উত্তরখান সহ উত্তরা এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি (রপ্তানি ও ট্রেড)২০২২ কার্ড সহ এ নিয়ে একাধারে টানা ষষ্ঠবারের মতো সিআইপি সম্মাননা পদক পেয়েছেন একমাত্র ব্যবসায়ী প্রমি এগ্রো ফুডস লিমিটেড।
জানা যায়, উত্তরখান মৈয়নারট অবস্থিত এ প্রতিষ্ঠানে এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রমি গ্রুপে অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করার সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা নেই বল্লেই চলে।
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে গত বছর তিনি মাঝারি শিল্প উৎপাদনে সিআইপি ( শিল্প) ২০২১ সম্মাননা পদক ও পেয়েছেন।
এছাড়াও বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২৭ জুন ২০২১ ইং তারিখ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ গ্রহণ করেন তিনি।
বাংলাদেশের রপ্তানি বানিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি ও অর্জন করেন প্রমি গ্রুপের চেয়ারম্যান।
সুত্রে আরো জানা যায়, ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর প্রমি এগ্রো ফুডস লিঃ ২০১৫-১৬ অর্থ বছরের জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি (স্বর্ণপদক) পেয়েছেন।
এছাড়াও গত ২০১৩-১৪ অর্থ বছরে ঢাকা জেলায়” উৎপাদন “খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হন প্রমি এগ্রো ফুডস লিঃ।