সিটিজেন প্রতিবেদকঃ প্রার্থনা ও সংগীতের মাধ্যমে তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে আসতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় পবিত্র কথামালা ও প্রার্থনা পর্ব। আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ প্রার্থনা পর্ব পরিচালনা করেন।
চার্চ ঘুরে দেখা যায়, বড়দিন উদযাপন করতে রাজধানীর নানা প্রান্ত করতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা হোলি রোজারি চার্চে এসেছেন। অধিকাংশই এসেছেন সপরিবারে। এসময় তাদের কুশল বিনিময় ও প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।
বড়দিন উপলক্ষ্যে হোলি রোজারি চার্চকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভেতরে-বাইরে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, রয়েছে আলোকসজ্জাও। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশেই রাখা হয়েছে সান্তা ক্লজ।
চার্চে আগত সন্দ্বীপ রোজারিও বলেন, বড়দিন পালন করতে সকালেই পরিবারসহ চার্চে এসেছি। খুবই ভালো লাগছে, অনেকের সঙ্গে আজ দেখা হচ্ছে।
এদিকে চার্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকায় পুলিশ ও র্যাবের উপস্থিতি লক্ষ করা যায়।