মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লিভারপুলের বিজয় মিছিলে গাড়িচাপায় আহত অর্ধশত, হাসপাতালে ২৭

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: প্রিমিয়ার লিগের এবাবের আসরে লিভারপুলের বিজয় মিছিলে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে চার শিশুও রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে।

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেছেন, এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com