নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: বাংলাদেশ নারী মুক্তি সংসদ, গার্মেন্টস শ্রমিক নারী কমিটি ও
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া (২য় তলা) মিলনায়তনে ফেনীর নুসরাতসহ নারী ও শিশু হত্যা, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী লুৎফুন নেসা খান এমপি, মানবাধিকার কর্মী খুশী কবির, অ্যাড. সালমা আলী, বিশিষ্ট আইনজীবী, অ্যাড. সুরাইয়া বেগম, অ্যাড. জোবায়দা পারভীন, অ্যাড. সুমাইয়া ইসলাম, বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সভাপতি নাসিমা সোমা প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদ সভাপতি, সাবেক এমপি হাজেরা সুলতানা। সমাবেশ পরিচালনা করেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার। ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ নারী মুক্তি সংসদের সহ-সাধারণ সম্পাদক শিউলী শিকদার।