রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিকল্প জমিতে স্কুল চান সালমান খানের বাবা,মসজিদ নয়

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২০০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের জন্য মসজিদ তৈরি করতে উত্তরপ্রদেশের অযোধ্যায় বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু ওই জমিতে মসজিদের নির্মাণ চান না বলিউড তারকা সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান।

তার মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটবে।

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে দেশটির অনেকেই ইতোমধ্যে নিজেদের মতামত জানিয়েছেন। আর এতে নতুন সংযোজন সেলিম খান। তিনি বলেন, ‘ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরোনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’

মসজিদের বাইরে ভারতীয় মুসলিমদের আরও অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে এখন ভাবতে হবে বলেও মনে করেন সেলিম খান। তার কথায়, ‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনও আলোচনার দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভাল স্কুল ও হাসপাতালের প্রয়োজন।’

তিনি বলেন, ‘ওই পাঁচ একর জমিতে কলেজ নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নামাজ তো যেখানে খুশি পড়া যায়। আমরা ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনও জায়গায় নামাজ পড়তে পারি। বরং ভালো স্কুলের প্রয়োজন আমাদের। দেশের ২২ কোটি মুসলামনের ভালো শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।’

মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com